Tuesday, October 31, 2017

এটাই কি আমাদের বিবেক?

আমরা সবাই জানি যে, মানুষ সৃষ্টির সেরা জীব । কেনোনা, অন্য প্রাণীদের চেয়ে মানুষ অন্যতম । তাঁদের বুদ্ধি, বিবেক আছে বলে মানুষ শ্রেষ্ঠ । কিন্তু সেই মানুষরাই পথে ঘাটে অন্য মানুষদের সাথে অমানবিক আচরণ করে । তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য রইলো কই ? যাই হোক, এই মানুষরুপী জানোয়ারদের অনেকাংশে দেখা যায়না ।
-
নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ডেট করতে গেলে পার্কে বা অন্য কোথাও । গার্লফ্রেন্ডকে ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য নিয়ে গেলে ফাইভ স্টার রেস্টুরেন্টে । গার্লফ্রেন্ডও খুশি, তাতে তুমিও খুশি । যখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে রাস্তায় ঘুরাঘুরি করছো তখন এক ক্ষুধার্ত ছেলে এসে দুহাত পেতে চাইলো একটা টাকার জন্য । তখন তুমি তাকে এই বলে তাড়িয়ে দাও যে, তোমার কাছে টাকা নেই । সেই তুমিই একটু আগে তোমার প্রিয় গার্লফ্রেন্ডকে ফাইভ স্টার হোটেলে নিয়ে খাওয়ালে । ছেলেটির করুণ অবস্থায় তোমার একটুও মায়া হলো না । ছেলেটি নিরাশ হয়ে চলে গেল । তুমি চললে সামনের দিকে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ।
-
রিকশাওয়ালারা অনেক পরিশ্রম করে আপনাদের কাঙ্খিত জায়গায় পৌঁছে দেয় । ফোনে গার্লফেন্ডের সাথে কথা বলছো । তুমি আজ শপিং করতে যাবে তোমার গার্লফ্রেন্ডের জন্য । গন্তব্যে পৌঁছানোর  পর রিকশাওয়ালা ৫ টাকা বেশী চাইলে তখন তার উপর হাত তুলতে তুমি দ্বিধা করো না । তার কলার ধরে তাকে নিচে ফেলে মারধর করো । সেই রিকশাওয়ালার কোনো বিচার নেই । সে ৫ টাকা চেয়ে কি খুব বড় ভুল করেছিলো ? যে জায়গায় তুমি ৩ হাজার টাকা দিয়ে তোমার গার্লফ্রেন্ডকে জামা কিনে দিতে যাচ্ছো ।
-
অসহায় মানুষটি পেটের জ্বালায় আজ তোমার এবং সবার দুয়ারে গিয়ে দাড়াচ্ছে । দুমুঠো চাল চাওয়ার অপেক্ষায় থাকে । সে করুণ অবস্থা নিয়ে মা মা / কেউ আছেন বলে চেঁচিয়ে যাচ্ছে । কিন্ত তুমি শুনেও না শোনার ভান করে বসে আছো । আর সেই তুমিই কি না তরকারীতে লবণ বেশী হলে তার ছুড়ে মারছো মেঝেতে ।
-

কয়েকদিন আগে একটা কাজে আমাকে সিলেট যেতে হয়েছিল । যথা সময়ে আমি বাসা থেকে বের হলাম সিলেটের উদ্দ্যেশে । বিরতি বাসের টিকিট না পাওয়ায় আমি লোকাল বাসেই উঠলাম । পুরো বাসা খালি । এক পর্যায়ে বাসভর্তি মানুষ নিয়ে ড্রাইভার তার গাড়িটি চালালো । আমাদের বাস স্ট্যান্ড থেকে সিলেট যেতে প্রায় ৮০ কিলোমিটার পথ । কিছুটা পথ যাওয়ার পর বাস কন্টাক্টার সবার ভাড়া নিচ্ছে । আমিও ভাড়া দিলাম । আমার পাশের সিটে বসা এক বৃদ্ধ লোকটির কাছে কন্টাকটার ভাড়া চাইলো । ভাড়া হলো ৫০ টাকা । উনার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় সেই কন্টাকটারের কাছে অনুরোধ জানালেন যে তার কাছে এর চেয়ে বেশী টাকা নেই । তিনি কন্টাকটারকে ৪০ টাকা দিয়ে বললেন, “বাবা তুমি এই ৪০ টাকা রেখে দাও । আমার কাছে আর টাকা নেই এই ১০ টাকা খেয়া ভাড়া বাদে” । কন্টাকটার কোনোকিছুতেই মানলো না । তাকে লোকাল ভাড়া দিতেই হবে । কন্টাকটারটি অনেক জেরা শুরু করলো । এমনও বললো যে সিট থেকে উঠে যেতে । আমি আর মানতে পারছিলাম না । কন্টাকটার কে বললাম, “আপনার আর কত টাকা চাই ?” ও বললো, “১০ টাকা” । আমি, “আপনি এই ১০ টাকার জন্য এই বৃদ্ধ লোকটিকে বললেন তাঁর সিট থেকে উঠে যেতে? আপনি বাবা মার মর্যাদা বুঝেন না । একমাত্র পিতৃহারা সন্তানই বুঝে বাবাদের কষ্ট । এই নেন আপনার ১০ টাকা” । এই বলে আমি বৃদ্ধ লোকটিকে তাঁর সিটে বসালাম । গাড়ি ভর্তি এত মানুষ থাকতে কেউ ১০ টাকা দিতে এগিয়ে আসলো না । সবাই তাকিয়ে দেখছে আর মজা নিচ্ছে । এই হলো আমাদের মানুষদের বিবেক । 

No comments:

Post a Comment